৪ আগস্ট ফেনীর মহিপালে আওয়ামী সন্ত্রাসীদের ছোঁড়া গুলিতে প্রাণ হারায় ১৩ জন নিরীহ ছাত্র-জনতা। তাদের স্মরণে সেই মহিপালে এবার গণ-ইফতারের আয়োজন করেছে বিপ্লবী ছাত্র সমাজ।
রবিবার ঢাকা-চট্টগ্রামের নাভিক্ষ্যাত ফেনীর মহিপাল ফ্লাইওভারের নিচের (পুলিশ ট্রাফিক বক্স সংলগ্ন) অংশে পহেলা রমজানে প্রায় ২০০-এর অধিক ছিন্নমূল অসহায় মানুষদের সঙ্গে নিয়ে এই গণ-ইফতার সম্পন্ন হয়।
শুধু ছিন্নমূল মানুষ নয়, পথচারী, মাদ্রাসা ছাত্র, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই গণ-ইফতারে অংশ নেয়।
আয়োজকরা বলেন, ফ্যাসিস্ট হাসিনার পতনের জন্য ফেনীর রাজপথে ১৩ ভাই শহীদ হয়েছে। শহীদদের স্মৃতিচারণে রক্তস্নাত সেই মহিপালে গণ-ইফতারের আয়োজন করা হয়েছে।
এতে প্রাথমিক পর্যায়ে ২০০ জনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হয়। পুরো রমজানব্যাপী মহিপালে এমন কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা। গণ-ইফতার কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রামগামী যাত্রী ও মালবাহী গাড়ির চালক, হেলপার ও যাত্রীদের মাঝে সীমিত পর্যায়ে ইফতার বিতরণ করা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল