মাদারীপুরের কালকিনিতে তিন খুনের ঘটনাসহ একাধিক মামলার আসামি বাঁশগাড়ির ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান সুমন ও তার ছোট ভাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা রাজনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ রবিবার বেলা ৩টার দিকে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে তিন খুনসহ বোমা বিস্ফোরণ ও মারামারিসহ ২০টি পৃথক মামলা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে মাদারীপুরের পুলিশ সুপার মো. সাইফুজ্জামান।
গ্রেফতারকৃত সুমন কালকিনি উপজেলা ফ্যসিস্ট আওয়ামী লীগের সদস্য এবং তার ভাই রাজন নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। কালকিনি উপজেলার বাশবাড়ী এলাকায় সুমন বাহিনী নামে তাদের একটি বাহিনী রয়েছে।
পুলিশ জানান, গত বছরের ২৭ ডিসেম্বর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কালকিনির বাঁশগাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের নেতৃত্বে হামলা চালানো হয়। এতে ৮ নং ওয়ার্ডের সদস্য আতাউর রহমান আক্তার শিকদার, তার ছেলে মারুফ শিকদার এবং সহযোগী সিরাজ চৌকিদার নিহত হন। এছাড়া বেশ কয়েকজনের পা কেটে ফেলে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় পৃথক তিনটি হত্যা মামলা ও বোমা বিস্ফোরণ, চাঁদাবাজী, মারামারির একাধিক মামলা রয়েছে। তবে তিন খুনের ঘটনায় উচ্চ আদালতে সে সাময়িক জামিনে থাকলেও অন্য মামলায় ওয়ারেন্ট রয়েছে।
পুলিশ সুপার মো. সাইফুজ্জামান জানান, বাঁশগাড়ির ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের বিরুদ্ধে ৭টি ও তার ছোট ভাই রাজনের বিরদ্ধে ১৩টি পৃথক মামলা রয়েছে। তারা মাদারীপুর আদালতে কোন একটি মামলায় হাজিরা দিতে আসলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, মাদারীপুরের কালকিনিতে চাঞ্চল্যকর তিন খুন মামলায় এ পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। বাকি এজাহারনামীয় আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। মোস্তাফিজুর রহমান সুমন কালকিনি উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য বলে জানা যায়।
বিডি প্রতিদিন/জামশেদ