চাঁদপুরে একটি ভাড়া বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে শহরের পালপাড়ায় অবস্থিত শাহজাহান পাটোয়ারীর বাড়ির দ্বিতীয় তলা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
মৃত ব্যক্তিরা হলেন-জিন্নাত আলীর ছেলে সবুজ আহমেদ (৪০) ও তার স্ত্রী শিউলী আক্তার (৩৫)। তারা ওই ভবনের দ্বিতীয় তলায় ৫/৬ মাস ধরে ভাড়া থাকতেন। স্ত্রী একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন বলে জানা গেছে।
ভবনের মালিক শাহজাহান পাটোয়ারী জানান, সবুজ আহমেদ ও শিউলী আক্তার ৫/৬ মাস ধরে আমার ভবনে ভাড়া থাকতেন। দুপুরে শিউলী আক্তারের মা দরজা খোলা না পেয়ে আমাদের জানায়। পরে ৯৯৯-এ কল দিয়ে পুলিশকে অবগত করা হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
চাঁদপুর মডেল থানার ওসি মো. বাহার মিয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কারণে স্বামী-স্ত্রী আত্মহত্যার ঘটনা করতে পারে। তবে সবুজের স্ত্রী শিউলীর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/এমআই