গরুর সাথে এ কেমন শত্রুতা? নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নে রাতে মো. শাহজাহান নামের এক ব্যক্তির গরুর খামারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে খামারে থাকা ৮টি গরু অগ্নিদগ্ধ হয়, যার মধ্যে ১টি গরু আগুনে পুড়ে মারা যায়, ২টি জবাই করে দেওয়া হয়েছে।
রবিবার দিবাগত রাত ২টার দিকে সুন্দলপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড কালা মিয়া মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত খামারি শাহজাহানও তার পরিবার সদস্যরা বলেন, গত ২০ বছর ধরে গরুর খামারে সাথে জড়িত তিনি। তার পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম এ খামার। বর্তমানে তার খামারে ৬টি বড় গরু ও ২টি বাচুর ছিল। রাত ১টার দিকে গরুর দুধ নেওয়ার পর খামার বন্ধ করে নিজের বসত ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে খামার থেকে গরুর চিৎকারের শব্দ পেয়ে জানালা দিয়ে খামারে আগুন জ্বলতে দেখেন তিনি।
কবিরহাট উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শাহজালাল মোহাম্মদ ইউনুস জানান, সবগুলো গরুর শরীরের এক দ্বিতীয়াংশ ও তৃতীয়াংশ পুড়ে গেছে। যার মধ্যে ২টি জবাই করে দেওয়া হয়েছে। বাকিগুলোকে আমরা যদিও প্রাথমিক চিকিৎসা দিচ্ছি।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ওসি) মোহাম্মদ মনজুর আহমদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে ক্ষতিগ্রস্তের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এএম