সহস্রাধিক নেতা-কর্মী নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দিয়েছেন খতমে নবুওয়ত আন্দোলন বাংলাদেশের আমির মুফতি নুর হোসাইন নুরানী। শুক্রবার জুমার পর মুন্সিগঞ্জ শহরের মুন্সিরহাট এলাকায় খতমে নবুওয়ত আন্দোলন বাংলাদেশের তিন দিনব্যাপী ইজতেমার ময়দানে এই যোগদান অনুষ্ঠিত হয়।
এর আগে অনুষ্ঠানে যোগদান করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। পরে খেলাফত মজলিসের নবাগত সদস্য ও খতমে নবুওয়ত আন্দোলন বাংলাদেশের আমির মুফতি নুর হোসাইন নুরানী ও তার অনুসারীদের ফুল দিয়ে স্বাগতম জানানো হয়।
বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন বলেন, খতমে নবুওয়ত আন্দোলন বাংলাদেশের আমির মুফতি নুর হোসাইন নুরানী তার সংগঠনের সহস্রাধিক নেতা-কর্মীসহ বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের দলে যোগদান করেছেন। এ সময় খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক মুফতি নুর হোসাইন নুরানীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। যোগদান সম্মেলনে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল