জামালপুরে অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের বাড়িতে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা।
বৃহস্পতিবার বিকালে জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের নরুন্দি রেল স্টেশন সংলগ্ন অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বাবার বাড়িতে অগ্নিসংযোগ করে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। অগ্নিসংযোগ করে মাইকে গান বাজিয়ে আনন্দ উল্লাস করে বিক্ষুব্ধ জনতা। পরে খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিস আগুন নেভাতে গেলে স্থানীয় জনতা দমকল বাহিনীকে ফিরিয়ে দেয়।
শাওনের বাবা সিটিজেন গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী সাবেক আওয়ামী লীগ নেতা এবং মা তহুরা আলী জামালপুরের সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য।
এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি মির্জা আজমের জামালপুর শহরের বকুলতলার বাসায় উত্তেজিত জনতা বিক্ষোভ মিছিল নিয়ে অগ্নিসংযোগ করেছে। এ সময় উত্তেজিত জনতাকে বাসার বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করতে দেখা যায়।
বিডি-প্রতিদিন/বাজিত