সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেফতারের পর তার নিজ উপজেলা কালীগঞ্জে মিষ্টি বিতরণ করেছে স্থানীয় জনগণ। গতকাল শুক্রবার রাতে নুরুজ্জামান আহমেদের বাড়ির সামনে এ মিষ্টি বিতরণ করা হয়। এসময় তারা সাবেক সমাজকল্যাণ মন্ত্রীর সর্বোচ্চ শাস্তির দাবি করেন।
স্থানীয়রা জানান, মন্ত্রী থাকাকালীন নুরুজ্জামান আহমেদ এলাকায় কোনো উন্নয়ন করেননি, শুধু লুটপাট করেছেন। তার ছেলে রাকিবুজ্জামান আহমেদ ও তার এপিএস মিজানুর রহমান মিজানের নেতৃত্বে সমাজকল্যাণ মন্ত্রীর পরিবার লুটপাটে মেতে ওঠে।
কালীগঞ্জের সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী যেন কোনো আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যেতে না পারে। তার উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় লোকজন বলেন, নুরুজ্জামানের দুর্নীতির অনেক চিত্র কালীগঞ্জে রয়েছে। আমাদের দাবি বর্তমান সরকার দুর্নীতিবাজ মন্ত্রীর উপযুক্ত শাস্তি নিশ্চিত করবেন।
লালমনিরহাট জেলা গণঅধিকার পরিষদের অর্থ বিষয়ক সম্পাদক জিহাদ হাসান বলেন, ক্ষমতা পেয়ে নুরুজ্জামান জমি দখল, অবৈধ সম্পদ অর্জন, মানুষের ওপর জুলুমসহ নানা অপকর্ম করেছেন। যার কারণে তিনি গ্রেফতার হওয়ার পর এলাকাবাসী মিষ্টি বিতরণ করেছেন। আনন্দ উদযাপন করছেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে রংপুরের সেন্টাল রোডস্থ্য পোস্ট অফিসের গলি থেকে গোপন সংবাদের ভিত্তিতে তার বোনের ছেলের বাসা থেকে তাকে গ্রেফতার করে রংপুর মহানগর পুলিশ। গ্রেফতারের পরে তাকে রংপুর মেডিকেল কলেজে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। স্বাস্থ্য পরীক্ষা শেষে বের হওয়ার সময় স্থানীয় জনতা তার উপর ডিম নিক্ষেপ করে। পরে শুক্রবার সকালে কোতোয়ালি থানার এসআই মোস্তাফিজুর রহমান রংপুর মুখ্য মহানগর হাকিম দেবী রাণী রায়ের আদালতে ১৫ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে রংপুরের সেন্টাল রোডের পোস্ট অফিসের গলি থেকে গোপন সংবাদের ভিত্তিতে তার বোনের ছেলের বাসা থেকে তাকে গ্রেফতার করে রংপুর মহানগর পুলিশ। গ্রেফতারের পরে তাকে রংপুর মেডিকেল কলেজে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। স্বাস্থ্য পরীক্ষা শেষে বের হওয়ার সময় স্থানীয় জনতা তার ওপর ডিম নিক্ষেপ করে। পরে শুক্রবার সকালে কোতোয়ালি থানার এসআই মোস্তাফিজুর রহমান রংপুর মুখ্য মহানগর হাকিম দেবী রাণী রায়ের আদালতে ১৫ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
বিডি প্রতিদিন/নাজিম