ঘন কুয়াশার কারণে পৌনে ১১ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪৫ মিনিট থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
এর আগে দুর্ঘটনা এড়াতে শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে এই নৌপথে ফেরি চলাচল সাময়িক বন্ধ করেছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
দৌলতদিয়া ঘাটে কর্মরত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)-এর সহকারী মহাব্যবস্থাপক (এজিএম বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘ঘন কুয়াশার কারণে আজ সকাল ১০টা ৪৫ পর্যন্ত এই নৌ রুটে টানা পৌনে ১১ ঘণ্টা ফেরি সার্ভিস বন্ধ ছিল।’
বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছোট-বড় ১৫টি ফেরি চলাচল করছে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/বাজিত