‘জীবাশ্ম জ্বালানীকে না বলুন, ক্লিন এনার্জি : টেকসই ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উদযাপিত হয়েছে। আজ রবিবার সকালে দিবসটি উপলক্ষে সরকারি আশেক মাহমুদ কলেজে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে সচেতন নাগরিক কমিটি- সনাক জামালপুর ও টিআইবি।
কলেজের ক্যাম্পাসে ঘণ্টাব্যাপী মানববন্ধনে সনাক সভাপতি শামীমা খানের সভাপতিত্বে কলেজের অধ্যক্ষ অধ্যাপক হারুন অর রশিদ, শিক্ষক সংসদের সম্পাদক রেজাউল করিম, সনাক সহ-সভাপতি আশরাফুজ্জামান স্বাধীন, সনাক সদস্য অধ্যাপক কায়েদ উদ জামান, মনোয়ারা বেগম, ইয়েস দলনেতা কৌশিকসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় জীবাশ্ম জ্বালানীর উপর নির্ভরতা শূণ্যে নামিয়ে আনতে হবে। পৃথিবীকে বাস উপযোগী রাখার জন্য ও দৈনন্দিন কাজে নবায়নযোগ্য তথা ক্লিন এনার্জির ব্যবহার ব্যাপকহারে বাড়াতে হবে। পরে কলেজের শিক্ষক মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন জ্বালানী বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক আমানুল্লাহ আল মারুফ।
বিডি প্রতিদিন/জামশেদ