খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের মানিকছড়িতে শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে ভয়াবহ একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। একটি পিকনিক বাস ও একটি ট্রাকের মধ্যে সংঘর্ষে বাসে থাকা অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে শান্তি পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৪-৬৯৬৪) করে খাগড়াছড়ি পুলিশ লাইন স্কুলের ২৭ জন শিক্ষক-কর্মচারী পারিবারিক পিকনিকে চট্টগ্রামের আনোয়ারা পারকি’চর সমুদ্র সৈকতের উদ্দেশ্যে যাচ্ছিলেন। মানিকছড়ি উপজেলার তিনটহরী গুচ্ছগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি খালি ট্রাকের সাথে বাসটির সংঘর্ষ হয়। এতে বাসে থাকা ১৫ জন যাত্রী কম-বেশি আহত হন। পরে পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
আহতদের মধ্যে একজন যাত্রী শ্রাবশ্রী চাকমা বলেন, "আমরা পারিবারিক পিকনিকে চট্টগ্রামের আনোয়ারা পারকি’চর সমুদ্র সৈকতের উদ্দেশ্যে যাচ্ছিলাম। যাত্রাপথে এই দুর্ঘটনা ঘটে। যারা একেবারেরই আহত হয়নি বা অল্প আহত হয়েছেন তারা খাগড়াছড়ি ফিরে গেছেন"।
মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, "ঘটনার পরপরই পুলিশ ও সেনাবাহিনী স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ট্রাকের চালক ঘটনার পরপরই পালিয়ে যায়"।
বিডি প্রতিদিন/আশিক