চাঁদপুরের মেঘনা নদীতে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প এর আওতায় বিশেষ কম্বিং অভিযানে মৎস্য সম্পদ ধ্বংসকারী ১৫টি বেহুন্দি জাল জব্দ করা হয়েছে। বুধবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত মেঘনা নদীর সদর উপজেলার চিরাচর ও কাচিকাটা সংলগ্ন এলাকায় সদর উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথ অভিযান পরিচালনা করে এসব জাল জব্দ করে।
আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।
তিনি বলেন, বিশেষ কম্বিং অভিযানে ১৫টি বেহুন্দি জাল জব্দ করা হয়। তবে অভিযান টের পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। রাতেই চাঁদপুর কোস্টগার্ড স্টেশনে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংশ করা হয়।
অভিযানে অংশগ্রহণ করেন, চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক, ইলিশ উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান, কোস্টগার্ড স্টেশন পেটি অফিসার মো. নাসির উদ্দীন ও কোস্টগার্ড টহল দল সহ মৎস্য বিভাগের কর্মচারীরা।
বিডি প্রতিদিন/জামশেদ