যশোর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৩৫ কেজি পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) 'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই' প্রতিপাদ্যে পরিবেশ অধিদপ্তর যশোর কার্যালয়ের উপ-পরিচালক এমদাদুল হকের নেতৃত্বে বিডি ক্লিন যশোরের ২৫ জন তরুণ-তরুণী এই অভিযানে অংশ নেন।
এসময় এমদাদুল হক জানান, বিডি ক্লিনের ২৫ তরুণ-তরুণীর সহযোগিতায় যশোর শহরের কাঠেরপোল, কাঁচা বাজার, সিটি প্লাজা এলাকার বিভিন্ন মুদি দোকান, দড়াটানা ব্রিজের উভয়পাশের বিভিন্ন ফল ও ওষুধের দোকানে পলিথিন ব্যবহারের বিরুদ্ধে প্রচারাভিযান পরিচালনা করা হয়। এসময় বেশকিছু দোকানে অবৈধ পলিথিন পাওয়ায় সেগুলো জব্দ করা হয়। জব্দ করা পলিথিনের পরিমাণ প্রায় ২৩৫ কেজি।
অভিযানে পরিবেশ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সৌমেন মৈত্র, পরিদর্শক জিহাদ হোসেন, বিডি ক্লিন যশোরের উপ-সমন্বয়ক তোসাদ্দেক হোসেন, রকিবুল ইসলাম, ফারাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/মুসা