হাড় কাঁপানো শীতে জবুথবু সাগরপাড়ের সাধারণ মানুষ। একই অবস্থা প্রাণিকুলের। এ শীত থেকে বেওয়ারিশ কুকুরের সুরক্ষায় ৫০টি পাটের বস্তায় খড়কুটো ভর্তি করে তৈরি করা হয়েছে উষ্ণ বিছানা।
পটুয়াখালীর কলাপাড়ায় এমন ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন অ্যানিমেল লাভার্স অফ পটুয়াখালীর সদস্যরা।
শনিবার গভীর রাত পর্যন্ত এসব বিছানা পৌর শহরের বিভিন্ন স্পটে স্থাপন করেন তারা। আবার তার ওপরে লিখেছেন এটি কুকুরের বিছানা।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মারুফ, অ্যানিমেল লাভার্স সংগঠনের ডাটা কালেক্টর বাইজিদ মুন্সি, সদস্য এইচ এম মাসুদ, ইউসুফ রনি, আদনান রাকিবসহ অন্যান্য স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
সংগঠন সূত্রে জানা গেছে, তীব্র এই শীত থেকে সুরক্ষায় মালিকবিহীন বা পথ কুকুরের জন্য প্রায় দুইশ বিছানা তৈরি করা হয়েছে। গ্রামীণ অঞ্চলে ঘুরে ঘুরে কুকুরের সুরক্ষায় বিছানাগুলো দেয়া হবে। এছাড়া প্রতিটি প্রাণীর সুরক্ষায় এ সংগঠন কাজ করে বলে তারা জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই স্বেচ্ছাসেবী সংগঠন এনিমেল লাভার্স সদস্যদের। রাস্তার মালিকবিহীন কুকুরের জন্য একটু উষ্ণতা ছড়াতে কাজ করার ঘটনা আমাদের দেশে বিরল। আমরা আশাবাদী এই মহৎ কাজের মাধ্যমে জনগণ তথা দেশ সুন্দর একটি ম্যাসেজ পাবে।
বিডি প্রতিদিন/মুসা