যশোরের সব মহাসড়ক দ্রুত সংস্কারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোনের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে শহরের পুরাতন কসবা এলাকায় সড়ক ও জনপথ কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খানের নেতৃত্বে অনুষ্ঠিত এ বিক্ষোভ কর্মসূচিতে নাগরিক অধিকার আন্দোলনের নেতা জিল্লুর রহমান ভিটু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক জেসিনা মোর্শেদ প্রাপ্তি, মুখ্য সংগঠন আল মামুন লিখনসহ কয়েকশ’ শিক্ষার্থী অংশ নেন।
বিক্ষোভ কর্মসূচি চলাচালে সংগঠনের নেতা-কর্মীরা বিভিন্ন দাবি সম্বলিত পোস্টার হাতে নিয়ে শ্লোগান দেন। এসময় তারা দাবি করেন, সড়ক সংস্কারে অনিয়মের সাথে জড়িত ঠিকাদার, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সড়ক ও জনপথ বিভাগের অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে শস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি সড়ক নির্মাণে নিম্নমানের বিটুমিন ব্যবহার বন্ধ ও কমিশনভোগীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাদের এসব দাবি অবিলম্বে পূরণ না হলে সড়ক ও জনপথ বিভাগের কার্যালয় ঘেরাওসহ কঠোর কর্মসূচি ঘোষণারও হুমকি দেন নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/আশিক