সারাদেশের ন্যায় চাঁদপুরেও শীতের তীব্রতায় কাবু হয়ে গেছে সাধারণ মানুষ। বিশেষ করে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষরা শীতে চরম ভোগান্তিতে পড়েছেন। তাদের ভোগান্তি লাঘবে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো আনুষ্ঠানিকভাবে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে।
তবে একটু ভিন্নভাবে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে চাঁদপুর জেলা প্রশাসন। আনুষ্ঠানিকতার মাধ্যমে শীতবস্ত্র বিতরণ না করে নিম্নআয়ের মানুষের দোরগোড়ায় শীতবস্ত্র পৌঁছে দিয়েছে রাতের আঁধারে।
শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত অবধি শহরের বিভিন্ন এলাকায় খেটে খাওয়া নিম্নআয়ের মানুষের দরজায় গিয়ে নিজ হাতে শীতবস্ত্র তুলে দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। এ সময় শহরের বেঁদে পল্লী, পুরানবাজার হরিসভা, রনাগোয়াল-সহ আশপাশের এলাকায় গিয়ে নিজে শীতবস্ত্র অসহায়দের হাতে তুলে দেন তিনি।
বৃদ্ধ রহিম ও আসমা বেগম বলেন, ডিসি এইভাবে শীতবস্ত্র দেওয়ায় তা আমরা পেয়েছি। টিকিটের মাধ্যম দিলে আমরা কখনও টিকিটই পেতাম না, কম্বল তো দূরে থাক। আসলে এরকম করেই দেওয়া উচিত, তাহলেই আমরা সত্যিকার গরীবেরা সবই পাব।
জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন জানান, আপনারা জানেন যে, সারাদেশেই শৈত্য প্রবাহ চলছে। সরকারের পক্ষ থেকে আমরা শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। আমাদের কাছে পর্যাপ্ত শীতবস্ত্র রয়েছে। ইতোমধ্যে প্রতিটি ইউনিয়ন পর্যায়ে শীতবস্ত্র বিতরণ করেছি। তারই অংশ হিসেবে আমরা শীতবস্ত্র নিয়ে শীতার্তদের পাশে এসে দাঁড়িয়েছি। আমরা ইচ্ছা করলেই আনুষ্ঠানিকতা করে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম করতে পারতাম। কিন্তু আমার কাছে মনে হলো আনুষ্ঠানিকতা না করে, যদি নিজের হাতে অসহায়দের বাসায় গিয়ে দিতে পারি তাহলেই হয়তো যার প্রয়োজন সেই পাবে।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) আল এমরান খান, এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সরকার-সহ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/একেএ