ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার রাতের সংঘর্ষে গুলিবিদ্ধ আরও একজন মারা গেছেন। নিহতের নাম ইয়াছিন (২০)। দুই দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল ভোরে তিনি মারা যান। এনিয়ে ওই ঘটনায় দুজনের মৃত্যু হলো। নিহত ইয়াছিন নবীনগর পৌর এলাকার আলমনগর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। এর আগে গুলিবিদ্ধ নূরজাহানপুর গ্রামের মোন্নাফ মিয়ার ছেলে শিপন (৩০) মারা যান। অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ, র্যাব ও সেনাসদস্য মোতায়েন করা হয়েছে।