হত্যা মামলায় সাজাপ্রাপ্ত সাজ্জাদ হোসেন (৫০)। শিশু হত্যার অপরাধে এক সময় যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত হয়েছিলেন। কারাভোগ শেষে সমাজে ফেরার সুযোগ পেয়েছিলেন। কিন্তু সংশোধনের পথে না গিয়ে এবার ধর্ষণের পর হত্যা করেন এক মাদরাসাছাত্রীকে। এ মামলায় সেই সাজ্জাদকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল মাদারীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরীফ এ এম রেজা জাকের এ রায় দেন। নিহত শিক্ষার্থী বলাইরচর শামসুন্নাহার বালিকা মাদরাসার শিক্ষার্থী ছিলেন। ২০১৯ সালের ১৩ জুলাই ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনা তদন্তে নামে র্যাব-৮। তদন্তে উঠে আসে সাজ্জাদ হোসেন এর জন্য দায়ী। অনুসন্ধানে তারা জানেন, সাজ্জাদ হোসেন ১৯৯২ সালে শিশু হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন।