খাগড়াছড়ি সদর থেকে ১৩ কিলোমিটার দূরে ভাইবোন ছড়া ইউনিয়নের মুসলিমপাড়ায় দুই একর জমিতে গড়ে তোলা হয়েছে লেবু বাগান। ২০১৯ সাল থেকে পাহাড়ের ঢালে লেবু চাষ শুরু করেন আবদুল আজিজ। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। প্রতিনিয়িত জেলার অনেকে আবদুল আজিজের বাগান দেখতে ভিড় করছেন। তাকে দেখে এখন অনেকেই লেবু চাষে আগ্রহী হচ্ছেন।
সরজমিনে দেখা যায়, বাগানে থোকা থোকা লেবু ঝুলছে। গত বছর (২০২৪) আজিজের বাগানে ২ লাখ লেবু উৎপাদন হয়েছে। প্রতিটি লেবু বিক্রি করেছেন তিন টাকা দরে। এ হিসাবে এক বছরে ৬ লাখ টাকার লেবু বিক্রি হয়েছে। চলতি বছরও ভালো উৎপাদন ও বিক্রির আশা করছেন তিনি।
আবদুল আজিজ জানান, আমার ২০২৪ সালে খরচ হয়েছে মাত্র ৫০ হাজার টাকা। লেবু বিক্রি করে পেয়েছি ৬ লাখ। বাগানে ৩-৪ জন কর্মচারীও রয়েছে। ব্যাপারীরা বাগানে এসে লেবু নিয়ে যান। সহকারী উপজেলা কৃষি কর্মকর্তা রাব্বি হাসান ও উপসহকারী কৃষি কর্মকর্তা লাল কমল চাকমা জানান, আজিজকে পোকামাকড়ের আক্রমণ থেকে বাগান রক্ষার নানা কৌশল শিখিয়েছি। কৃষি বিভাগের পক্ষ থেকে প্রতি সপ্তাহে এ বাগানটা ভিজিট করা হয়।