পাবনার ভাঙ্গুড়ার শরৎনগর স্টেশনে ট্রেনযাত্রী-গ্রামবাসী সংঘর্ষ হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে একতা এক্সপ্রেসের যাত্রীরা গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে জড়ান। এতে কয়েকজন আহত হয়েছেন। ভাঙ্গুড়া থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ট্রেনটি ওই স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে সরিয়ে নেওয়া হয়, বলেন ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম। রেলওয়ে সূত্র জানায়, রবিবার ভাঙ্গুড়া স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেসের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হওয়ায় লাইন ক্ষতিগ্রস্ত হয়। মেরামত কাজের জন্য সোমবার রাতে একতা এক্সপ্রেসকে শরৎনগর স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। ট্রেন ছাড়তে বিলম্ব হওয়ায় যাত্রীরা হঠাৎ স্টেশন মাস্টারের ওপর হামলার চেষ্টা চালান। স্থানীয়রা বাধা দিলে শুরু হয় সংঘর্ষ।