নরসিংদীর দুর্গম চরাঞ্চল আলোকবালিতে আধিপত্য বিস্তার ও মেঘনা নদী থেকে বালু উত্তোলন কেন্দ্র করে সংঘর্ষ ও হত্যাকান্ড বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল আলোকবালি ইউনিয়নের সচেতন নাগরিকের ব্যানারে নরসিংদী প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়। এতে বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরাও অংশ নেন। বক্তারা বলেন, ১১ দিনে এলাকায় তিনটি হত্যার ঘটনা ঘটে। বক্তব্য রাখেন, গোলাম কবির কামাল, আওলাদ হোসেন প্রমুখ।