বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নে বাল্কহেডের ধাক্কায় ব্রিজ ভেঙে খালে পড়ে গেছে। চলাচলে দুর্ভোগে পড়েছেন গ্রামবাসী। গত বৃহস্পতিবার রাতে ব্রিজটি ভেঙে যায়। স্থানীয় গ্রামবাসী জানান, কীর্তনখোলা ঝুনাহার ও চরমোনাই এলাকা থেকে অবৈধভাবে প্রতি রাতে ড্রেজার দিয়ে বালু তোলা হয়। ওই বালু বাল্কহেডে ভরে নেওয়া হয় বিভিন্ন এলাকায়। বৃহস্পতিবার রাতে লামছড়ি গ্রামের চৌত্রী খালে বালুভর্তি বাল্কহেড প্রবেশ করে। বাল্কহেডের ধাক্কায় চৌত্রীর খালের ওপর নির্মিত ব্রিজটি ভেঙে যায়। তড়িঘড়ি করে সেখানে একটি সাকো তৈরি করা হয়েছে।