দিনাজপুরের হাকিমপুরে পূজা-অর্চনা, ভক্তি-প্রার্থনা ও নাচ-গানের মধ্য দিয়ে কারাম (ডালপূজা) উৎসব অনুষ্ঠিত হয়েছে। এটি ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষদের সবচেয়ে বড় উৎসব। বুধবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত হাকিমপুর উপজেলার উদয়গিরি, গোহাড়া, বাগমাড়া ও মালঞ্চা গ্রামের সাঁওতাল অধ্যুষিত পল্লীগুলোতে এ উৎসব অনুষ্ঠিত হয়। সাঁওতালদের পূর্বপুরুষদের আমল থেকে ভাদ্র মাসের পূর্ণিমার একাদশিতে প্রতি বছর এ উৎসব পালিত হয়ে আসছে। ঐতিহ্য অনুযায়ী দিনব্যাপী উপবাস থেকে সন্ধ্যায় পূজা শেষে অন্ন গ্রহণ করেন তারা।
এরপর শুরু হয় উচ্ছ্বাস-ভরা নাচ, গান ও কেজ্জা (লোকজ খেলা)। হাকিমপুরের আদিবাসী পরিষদের সাবেক চেয়ারম্যান বাদল টপ্প বলেন, আমাদের সবচেয়ে বড় উৎসব হলো কারাম পূজা বা ডালপূজা। পরিবারের সবাই এতে অংশ নেয়। ভগবানের কাছে প্রার্থনা করেছি সব ধর্ম-বর্ণের মানুষ যেন মিলেমিশে শান্তিতে থাকতে পারে এবং সুন্দর জীবনযাপন করতে পারে।