লক্ষ্মীপুরে (পৌর শহরের দক্ষিন মজুপুর) একটি কাওমী মাদ্রাসার আঙ্গিনা থেকে বোরহান উদ্দিন (১০) নামে এক ছাত্রকে অপহরণ করা হয়েছে। অপহরণকারীরা পরিবারের সাথে যোগাযোগ করে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে জানায় ভুক্তভোগীর পরিবার। ঘটনাটি ঘটেছিল শুক্রবার সন্ধ্যায়; অপহরণের পাঁচ দিন পেরিয়ে গেলেও এখনও ওই শিশুটি উদ্ধার করা যায়নি এবং পরিবারের মধ্যে নিরন্তর উৎকণ্ঠা বিরাজ করছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদ্রাসার হেফজ বিভাগে পড়তি বোরহান একই স্থানের ছাত্র। শুক্রবার মাগরিব নামাজের পর সহপাঠীদের সঙ্গে থেকে ফের কক্ষে পাওয়া যায়নি সে। পরে পরিবারের ভাষ্যে অপহরণকারীরা ফোনে মুক্তিপণের দাবি জানান এবং না দিলে মর্মান্তিক হুমকিও দেওয়া হয়েছে। ফোনের সেই নম্বর পরে বন্ধ পাওয়া গেছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে; পুলিশ উদ্ধারে কাজ চালাচ্ছে।
বোরহানের বাবা মো. সোলায়মান বলেন, ছেলের মুক্তির জন্য সরকারের সহযোগিতা প্রত্যাশা করছি; যত দ্রুত সম্ভব তাকে ফিরিয়ে দিতে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ জানাচ্ছি। মাদ্রাসার শিক্ষক ও সহপাঠিরা ত্বরিতে উদ্ধারের দাবি জানিয়েছেন।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী সাংবাদিকদের জানান, বিষয়টি তাদের নজরে এসেছে এবং উদ্ধার কার্যক্রম তদারকি করা হচ্ছে; আশা করা হচ্ছে খুব দ্রুতই ভিকটিমকে উদ্ধার করা সম্ভব হবে।
বিডি প্রতিদিন/আশিক