১৫ বছর পর নওগাঁ জেলা বিএনপির কাউন্সিলে প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে আবু বক্কর সিদ্দিক নান্নু ও সাধারণ সম্পাদক পদে মামুনুর রহমান রিপন নির্বাচিত হয়েছেন। সোমবার রাতে বিজয়ীদের নাম ঘোষণা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। জানা গেছে, কাউন্সিলে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন হয়। এর মধ্যে সভাপতি পদে আটজন, সাধারণ সম্পাদক পদে চারজন এবং সাংগঠনিক সম্পাদক পদে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এতে ১৪টি ইউনিটের ১ হাজার ৪০২ জন কাউন্সিলর ভোট দেন। সভাপতি পদে নান্নু ৬৪৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সভাপতি নজমুল হক সনি পান ৪০০ ভোট। সাধারণ সম্পাদক পদে রিপন পান ৬৯২ ভোট, প্রতিদ্বন্দ্বী বায়েজিদ হোসেন পলাশ পান ৬৭১ ভোট। কাউন্সিলে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন নূর-ই আলম মিঠু, শফিউল আযম ভিপি রানা ও খায়রুল আলম গোল্ডেন।
কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন কমিটিকে দিকনির্দেশনা দেন।