এসএসসি পরীক্ষায় মেধার স্বাক্ষর রাখা লালমনিরহাটের ৭৪৯ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে লালমনিরহাট জেলা প্রশাসন। গতকাল শহরের চার্চ অব গড় উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম। লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার এতে সভাপতিত্ব করেন। পুলিশ সুপার তরিকুল ইসলাম, জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেন, ইউএনও জাকিয়া সুলতানা উপস্থিত ছিলেন।