নেত্রকোনার মোহনগঞ্জে মাকে হত্যার দায়ে মোবারক হোসেন সাগর (২০) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। গতকাল আসামির উপস্থিতিতে এই রায় দেন আদালত।
আদালত সূত্রে জানা গেছে, মোহনগঞ্জের বাহাম নাকডরা গ্রামে মায়ের সঙ্গে নানাবাড়ি থাকতেন সাগর। তিনি মাদকাসক্ত ছিলেন। নেশার টাকা না পেয়ে ২০২২ সালের অক্টোবরে মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয় সাগরের। এক পর্যায়ে মা মনোয়ারা বেগমকে (৪২) শ্বাসরোধে হত্যা করে রশিতে ঝুলিয়ে দেন তিনি। পরের দিন সাগরের মামা ইউনুস মিয়া বাদী হয়ে ভাগ্নেকে আসামি করে মোহনগঞ্জ থানায় মামলা করেন।