নাটোরের সিংড়া উপজেলায় যৌথ মাদকবিরোধী অভিযানে ১৩০ পিস ইয়াবা উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে সিংড়া পৌরসভার সওদাগরপাড়া এলাকায় মাদক কারবারি উজ্জ্বলের বাড়িতে এ অভিযান চালানো হয়। সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। অভিযানের সময় উজ্জ্বল বাড়িতে ছিলেন না। তার বাড়ি থেকে উদ্ধার করা ইয়াবা সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে।