গাইবান্ধার ফুলছড়িতে ব্রহ্মপুত্রের শাখা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। তারা হলেন- হক (৩২) ও জাহাঙ্গীর (৩০)। যৌথ বাহিনী সূত্র জানায়, বুধবার এ অভিযান চালানো হয়। বালু তোলায় ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন, টিউবওয়েল ও দুটি মোবাইল জব্দসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে ড্রেজার মেশিন ও পাইপ ভেঙে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়।