বগুড়ার শাজাহানপুরের আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল্লাহ আল মোনায়েমের গ্রেপ্তারের প্রতিবাদে এবং মুক্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। গতকাল দুপুরে আড়িয়া বাজারে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীর ব্যানারে এ বিক্ষোভ করা হয়।
বিক্ষোভে নগর শাহ মোজাম্মেল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন, দুবলাগাড়ী কলেজের প্রভাষক আবদুর রহিম, সহকারী শিক্ষক মারুফ হোসেন, ফাতেমা খাতুন, শিক্ষক সুমন কুমারসহ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, এক শিক্ষকের সঙ্গে ব্যক্তিগত বিরোধের জেরে দীর্ঘদিন থেকেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।