গাজীপুরের টঙ্গী বিএসআইএস অ্যাপারেলস লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছে। গতকাল টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। বিক্ষোভে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট তৈরি হয়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা।
ঘটনার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
কারখানা সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে কারখানার প্রায় দেড় হাজার শ্রমিক এপ্রিল মাসের বকেয়া বেতন, ওভারটাইম ও ঈদুল আজহার বোনাস ও মে মাসের বেতন পরিশোধের তারিখ নির্ধারণের দাবি জানান কর্তৃপক্ষের কাছে। তবে কারখানা কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো সিন্ধান্ত দেননি। এ নিয়ে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ওঠে। এরই জের ধরে গতকাল সকালে শ্রমিকরা কয়েকটি দাবি জানিয়ে বিক্ষোভ করে এবং মহাসড়ক অবরোধ করে। এতে করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন পরিবহনযাত্রীরা। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যারা গিয়ে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে যানচলাচল স্বাভাবিক করেন। আন্দোলনরত শ্রমিকরা জানান, এপ্রিল মাসের বকেয়া বেতন, ওভারটাইম ও ঈদুল আজহার বোনাস পরিশোধের দাবি জানিয়েছিলাম আমরা। কিন্তু কারখানা কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো সিন্ধান্ত দেননি। বেতন ভাতা না দিয়ে কারখানা মালিক কারখানার মালামাল ও মেশিনসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র অন্যত্র সরিয়ে ফেলার চেষ্টা করছে। পুলিশ পরিদর্শক ইসমাইল হোসেন বলেন, শ্রমিকদের দাবির বিষয়ে মালিক পক্ষের সঙ্গে আলোচনা হচ্ছে।