নীলফামারী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদক সমন্বিত জেলা কার্যালয় রংপুরের সহকারী পরিচালক বেলাল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। তিনি বলেন, আমরা হাসপাতালে বিভিন্ন সেবা ও জনবল নিয়োগ-সংক্রান্ত তথ্য যাচাইবাছাই করেছি। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবু বিন হাজ্জাজ জানান, ওষুধসহ কয়েকটি বিষয় নিয়ে দুদক টিম পর্যালোচনা করেছে।