শীতলক্ষ্যা নদীর ওপর নির্মিত হতে যাওয়া কদম রসুল সেতুর পশ্চিমাংশের মুখ পুনর্নির্ধারণের দাবি জানানো হয়েছে। গতকাল সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক রফিউর রাব্বী বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার বহু প্রকল্প অর্থ লুটপাটের উদ্দেশ্যে গ্রহণ করেছে। সে রকমই একটি প্রকল্প নারায়ণগঞ্জে কদম রসুল সেতুটি। যা নারায়ণগঞ্জের মানুষের জন্য একটি ভয়াবহ দুর্ভোগের কারণ হবে।’ উপস্থিত ছিলেন আওলাদ হোসেন, হাফিজুল ইসলাম, জাহিদুল প্রমুখ।