মেহেরপুরের গাংনী উপজেলায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে খায়রুল ইসলাম (৪০) নামে এক যুবক আহত হয়েছেন। রবিবার রাতে তেরাইল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আটক করা হয়েছে সানোয়ার হোসেন (৩৫) নামে এক যুবককে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টার দিকে ছিনতাইয়ের উদ্দেশ্যে খায়রুল ইসলামের ওপর হামলা চালান সানোয়ার। সানোয়ার ছুরি দিয়ে খাইরুলকে আঘাত করে। এলাকাবাসী সানোয়ারকে আটক করে পুলিশে সোপর্দ করে।