আলোকচিত্র শিল্পী ফটোসাংবাদিক কুদ্দুস আলমের তিন দিনব্যাপী ‘চর ও জীবন’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী শেষ হয়েছে। শেষ দিনে গত সোমবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত প্রদর্শনীতে ছিল মানুষের ঢল। প্রদর্শনী চত্বরের মঞ্চে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও গুণীজন সংবর্ধনা দেওয়া হয়। অন্যদিন বেলা ১১টায় শুরু হলেও এ দিন প্রদর্শনী শুরু হয় সকাল ৯টায়। দর্শকের প্রবল আগ্রহের কারণে সাড়ে ১০টা পর্যন্ত প্রদর্শনী চলে।