নারী কনস্টেবলকে রড দিয়ে পিটিয়েছে সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহর গাড়ির ড্রাইভার সোহেল বাবুল। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। ওই নারী পুলিশ সদস্যের নাম ইতি খানম। তিনি কালিয়াকৈর থানায় কনস্টেবল হিসেবে কর্মরত রয়েছেন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ব্যাপারে আহসান উল্লাহ বলেন, মারধরের সময় তিনি গাড়িতে ছিলেন না। বিষয়টি দুঃখজনক। সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। আইনি ব্যবস্থা নেওয়া হবে।