জামালপুরে ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবির অভিযোগে বিএনপির তিন নেতা-কর্মীকে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার রাতে সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের হাজিপুর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা হলেন- জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়ন শ্রমিক দলের সদস্য পলাশ মিয়া (৪৫) এবং বিএনপি কর্মী সিরাজুল ইসলাম (৪৩) ও ফরমান (৪২)। পুলিশ জানায়, সদরের মেষ্টা ইউনিয়নের হাজিপুর বাজারের এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে আসছিল তারা। এ বিষয়ে ওই ব্যবসায়ী অভিযোগ করলে যৌথ বাহিনী শুক্রবার রাতে হাজিপুর বাজারে অভিযান চালায়। এ সময় পলাশ মিয়া, সিরাজুল ও ফরমানকে আটক করা হয়। জামালপুর সদর থানার ওসি আবু ফয়সল মো. আতিক বলেন, চাঁদাবাজির অভিযোগে যৌথ বাহিনীর মাধ্যমে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। তারা সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে শুনেছি।