পেকুয়ায় ফের অপহৃত দুজনকে উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে অপহরণে জড়িত তিনজনকে। গতকাল সকালে সদর ইউনিয়নের উত্তর মেহেরনামা আবদুল হামিদ সিকদারপাড়ার শাহাব উদ্দিনের বাড়ি অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। তারা হলেন- সিএনজিচালক বাঁশখালী উপজেলার ইমরান (২৭) ও যাত্রী কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের শামসুল আলম (৩৮)। আটকরা হলেন- পেকুয়া সদর ইউনিয়নের জুবায়ের (২০), শাহাব উদ্দিন (৫২) ও মোহাম্মদ কায়সার (২৬)।
পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) তদন্ত দুর্জয় বিশ্বাস বলেন, ২৬ ফেব্রুয়ারি রাতে পেকুয়া চড়াপাড়া থেকে ইমরান ও শামসুল আলমকে অপহরণ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত তিনজনকে গতকাল আটক করা হয়। পরে অপহৃতদের উদ্ধার করা হয়। অপহরণকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।