বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরে গড়ে তেলা হয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। ২০১৬ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরু ২০১৮ সালে। এখনো নিজস্ব ক্যাম্পাস হয়নি। ভাড়া ভবনে চলছে শিক্ষা কার্যক্রম। আবাসিক সুবিধা না থাকায় বিভিন্ন জায়গায় থাকতে হচ্ছে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের। শিক্ষার্থীদের পড়াশোনা চরমভাবে ব্যাহত হচ্ছে। কর্তৃপক্ষ বলছে, ক্যাম্পাস নির্মাণের জন্য আটবার প্রস্তাব করা হলেও পাস হয়নি। প্রতিবারই বাজেট কমাতে হবে বলে ফেরত দেওয়া হয়েছে। সবশেষ শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার নড়েচড়ে বসে। এরপর বিশ্ববিদ্যালয় নতুনভাবে প্রকল্প জমা দেওয়ার নির্দেশ দেয়। এ অবস্থায় ৫৯৯ কোটি ৫০ লাখ টাকা বাজেট দিয়ে প্রকল্প জমা দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা এ বাজেট অনুমোদনের জন্য আলটিমেটাম দিয়েছেন। বাজেট অনুমোদন না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন তারা। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে ধরনের শিক্ষার সুযোগ-সুবিধা থাকা প্রয়োজন তার কিছুই নেই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে। পুঁথিগত পড়াশোনা হলেও ব্যবহারিক শিক্ষা সম্ভব হচ্ছে না। শ্রেণিকক্ষের সংকট তো রয়েছেই। আবাসন সংকটও চরমে। স্থায়ী ক্যাম্পাস থাকলে এ সমস্যা হতো না। আমাদের কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করছে না। উপাচার্য প্রফেসর ড. এস এম হাসান তালুকদার জানান, প্রায় ৮ বছর ধরে বিশ্ববিদ্যালয় চালু হলেও স্থায়ী ক্যাম্পাস হয়নি। দুঃখজনক হলেও সত্য, বারবার বাজেট কমানো হলেও নির্মাণ প্রকল্প দেখেনি আলোর মুখ। পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্যসচিব ড. কাইয়ুম আরা বেগম জানান, সরকারের সামর্থ্য অনুযায়ী বাজেট প্রণয়ন হয়নি বিধায় প্রকল্প হয়তো পাস হয়নি। আজ বৈঠকে প্রকল্পটি মূল্যায়ন নিয়ে আলোচনা হবে। আশা করছি সফল বৈঠক হবে। পরিকল্পনা কমিশনের অতিরিক্ত সচিব আবদুর রউফ জানান, প্রি-একনেক বৈঠকে যে প্রকল্প প্রস্তাবনা জমা দেওয়া হয়েছে তা নিয়ে আলোচনা করে করণীয় নির্ধারণ করা হবে। আমরাও চাই দ্রুত স্থায়ী ক্যাম্পাস হোক।
শিরোনাম
- শিগগিরই দায়িত্ব ছাড়ছেন ইলন মাস্ক, ঘনিষ্ঠদের বলেছেন ট্রাম্প
- এশিয়ার কোন দেশে কত শুল্ক আরোপ করলেন ট্রাম্প?
- ৮ মাসে বাণিজ্য ঘাটতি কমলো ৪.৪১ শতাংশ
- হঠাৎ উত্তপ্ত সিলেট: আওয়ামী লীগের ৪ নেতার বাসায় হামলা
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৩ এপ্রিল)
- নিখোঁজ প্রতিবন্ধীর লাশ মিললো ডোবায়
- টুঙ্গিপাড়ায় মাহেন্দ্র-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২
- জমি নিয়ে বিরোধে বোনের হাতে প্রাণ হারালো ভাই
- চাঁদপুরে দুই মাদক কারবারি গ্রেফতার
- ঈদের তৃতীয় দিনে দেড় লাখ দর্শনার্থীতে মুখর চিড়িয়াখানা
- উত্তেজনা বাড়িয়ে ভারত মহাসাগরে ৬টি বোমারু বিমান মোতায়েন যুক্তরাষ্ট্রের
- ১১ জনের খেলায় ১২ নম্বরে ব্যাটিংয়ে নেমে ১৩ রান করে বিশ্বরেকর্ড!
- কোস্টারিকার নোবেলজয়ী সাবেক প্রেসিডেন্টের মার্কিন ভিসা বাতিল
- রাজধানীতে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২
- নাগরিকত্ব পাওয়া নিয়ে দুঃসংবাদ দিল ইতালি, যা রয়েছে নতুন আইনে
- ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা
- ট্রেনের ছাদে টিকটক করতে গিয়ে প্রাণ গেল দুই যুবকের
- গাজায় এক মাস ধরে বন্ধ ত্রাণ প্রবেশ, দুর্ভিক্ষের আশঙ্কা
- হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার খসড়া তদন্ত রিপোর্ট পেয়েছে প্রসিকিউশন
- ইসরায়েলবিরোধী পোস্ট করলেই বাতিল হতে পারে মার্কিন ভিসার আবেদন
ভাড়া ভবনে খুঁড়িয়ে চলছে কার্যক্রম
আবদুস সামাদ সায়েম, সিরাজগঞ্জ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর