দিনাজপুরের বিরলে জাকির হোসেন নামের এক চানাচুর ব্যবসায়ীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বিরল উপজেলার পিপল্লা গ্রামের ঢেরাপাটিয়া বাজারে তার নিজের চানাচুর কারখানার গুদামঘরের সামনে থেকে শনিবার সন্ধ্যায় লাশ উদ্ধার করা হয়। লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জাকির (৫০) দিনাজপুর সদর উপজেলার বালুয়াডাঙ্গার আবুল কাশেমের ছেলে। তিনি কারখানায় চানাচুর তৈরি করে স্থানীয় বাজারে সরবরাহ করতেন। এদিকে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ভবানীপুর এলাকার ভেকির বিলে ধান খেত থেকে গতকাল লাশটি উদ্ধার করা হয়।
ভাতগ্রাম ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান জানান, ৫-৬ দিন থেকে ওই বৃদ্ধকে স্থানীয় হাট-বাজারে ঘোরাঘুরি করতে দেখা গেছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ওই এলাকায় স্থানীয়রা লাশটি দেখতে পান।
খবর পেয়ে দুপুরে লাশ উদ্ধার করে পুলিশ।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, লাশ থানায় আনা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ। মৃতের আনুমানিক বয়স ৬০-৬৫ বছর হবে।