ঝিনাইদহের মহেশপুরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার মামলায় তার সৎমামাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার নেপা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওই ব্যক্তি উপজেলার শ্যামকুড় ইউনিয়নের বাসিন্দা। মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের মায়ের সঙ্গে শিশুটি নানাবাড়ি বেড়াতে এসেছিল। শুক্রবার সৎমামা শিশুটিকে খাবারের প্রলোভন দেখিয়ে ভুট্টাখেতে নিয়ে ধর্ষণ চেষ্টা করে। স্বজনরা শিশুটিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠায়। এ ঘটনায় রবিবার শিশুটির বাবা মহেশপুর থানায় একটি ধর্ষণ মামলা করেন। ওসি ফয়েজ উদ্দিন মৃধা জানান, প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে, শিশুটির সঙ্গে যৌন নিপীড়ন করা হয়েছে। অন্যদিকে চট্টগ্রামের ফটিকছড়িতে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামাল উদ্দিন (৫০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।