নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পানির মোটর লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক মিস্ত্রির মৃত্যু ও একজন আহত হয়েছেন। গতকাল দুপুরে দিকে সোনারগাঁ সরকারি কলেজে এ ঘটনা ঘটে। নিহত মিস্ত্রির নাম আমির হোসেন (৪৫)। তিনি উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দমদমা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। আহত শরীফ একই এলাকার সুরুজ্জামানের ছেলে।
কলেজের অধ্যক্ষ আবুল কালাম জানান, কলেজে পানির মোটর লাইনে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে দুই মিস্ত্রি বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। আহত আরেকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎতক্ষণিক পুলিশকে বিষয়টি জানানো হয়। সোনারগাঁ থানার ওসি মফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।