বাংলাদেশ প্রতিদিনের পক্ষ থেকে কিশোরগঞ্জের পত্রিকার হকারদের মাঝে কম্বল উপহার দেওয়া হয়েছে। গতকাল সকালে শহরের রথখলা এলাকায় এক অনুষ্ঠানে অর্ধশত হকারকে এই উপহার দেওয়া হয়। শীতের উপহার পেয়ে আনন্দিত হকাররা। এতে খুশি পত্রিকার এজেন্টরাও। তারা কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ প্রতিদিনের প্রতি। ভবিষ্যতেও এমন আরও উপহার প্রত্যাশা তাদের। জান যায়, কাকডাকা ভোরে পথচলা শুরু হয় পত্রিকার হকারদের। সাতসকালে পাঠকদের বাড়ি বাড়ি গিয়ে পত্রিকা পৌঁছে দিতে শুরু হয় তাদের তোড়জোড়। শীত কিংবা বৃষ্টিতেও থেমে থাকে না তাদের কর্মতৎপরতা। শীতে একটু উষ্ণতার জন্য হকারদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ প্রতিদিন। ভবিষ্যতেও তাদের পাশে থাকার কথা জনিয়েছেন বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সাইফউদ্দীন আহমেদ লেনিন।
এ সময় উপস্থিত ছিলেন পত্রিকার এজেন্ট মাজহারুল হক, সৈয়দ আল আক্বিল মোকাররম, এম এ সাদেক মুকুল, তোফাজ্জল হক বাবুল, কিশোরগঞ্জ জেলা হকার সমিতির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক রবিন মিয়া প্রমুখ।