টেলিটক বাংলাদেশ লিমিটেড -এর কর্পোরেট সেবা ব্যবহারের লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও টেলিটক বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে ৪ মার্চ একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
উক্ত চুক্তির পরিপ্রেক্ষিতে টেলিটক বাংলাদেশ লিমিটেড সাশ্রয়ী মূল্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন -এর স্বাস্থ্য বিভাগের আওতাধীন ইপিআই কার্যক্রমে ইন্টারনেট সেবা সহ বিভিন্ন কর্পোরেট ডিজিটাল সেবা প্রদান করবে। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন -এর পক্ষে ডা. নিশাত পারভীন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (অতি. দা.) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড – এর পক্ষে মো. সাইফুর রহমান খান, অতিরিক্ত মহাব্যবস্থাপক (সেলস্ এন্ড মার্কেটিং) চুক্তি স্বাক্ষর করেন।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন -এর পক্ষে ডা. মো. নূর হোসেন, সহকারী স্বাস্থ্য কর্মকর্তা (অঞ্চল-৪), মো. হাবিবুর রহমান, ব্যক্তিগত সহকারী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তার দপ্তর এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড এর পক্ষে মো. বেলাল উদ্দিন সজীব, ব্যবস্থাপক (কর্পোরেট সেলস) সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন