খুলনা মহানগরীতে শান্তিধাম মোড়ের জাতিসংঘ শিশু পার্কের জায়গা দখল করে স্থায়ী রাজনৈতিক সভা-সমাবেশের মঞ্চ নির্মাণের ঘটনায় ক্ষোভ দেখা দিয়েছে। এরই মধ্যে বিভিন্ন নাগরিক সংগঠন পার্কের জমি দখল করে অবকাঠামো নির্মানকাজ বন্ধ ও শিশুদের জন্য জায়গাটি উন্মুক্ত রাখার দাবি জানায়। এদিকে গতকাল চাপের মুখে সিটি করপোরেশন আপাতত মঞ্চ নির্মাণকাজ বন্ধ করে দেয়। একই সঙ্গে ওই স্থান থেকে নির্মাণাধীন স্থাপনাও সরিয়ে ফেলার কথা বলা হয়। জানা যায়, সিটি করপোরেশনের আওতাধীন নগরীতে ছয়টি পার্কের মধ্যে একমাত্র জাতিসংঘ শিশু পার্কেই শিশুদের খেলাধুলা ও বিনোদনে সুযোগ রয়েছে। বাকি পার্কগুলোর মধ্যে দুটি ইজারা দেওয়া ও অন্য তিনটিতে খেলাধুলার উপকরণ নেই। জনউদ্যোগের নেতা মহেন্দ্রনাথ সেন বলেন, আগে এখানে মেলার নামে শিশুদের বিনোদনকে হত্যা করা হতো। এখন মঞ্চ বানিয়ে একমাত্র বিনোদনের পার্কটিও হত্যার আয়োজন করা হচ্ছে। তবে কেসিসির প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান বলেন, আপাতত নির্মানকাজ বন্ধ রাখা হয়েছে।