চট্টগ্রামের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মানবসভ্যতার রূপায়ণে কবি ও কবিতা অবিচ্ছেদ্য অংশ। বিপ্লবীর রক্তে রঞ্জিত এই চট্টগ্রামে লিখিত হয়েছে শোষণ ও বৈষম্য মুক্তির মহাকাব্য। এখানেই রচিত হয়েছে একুশের প্রথম কবিতা। তারই ধারাবাহিকতায় বন্দরনগরীর বাঁকে বাঁকে জমা আছে কবিতার প্রবহমানতা।
কবিতাকে ঘিরে তারুণ্যের উচ্ছ্বাসের এ বিশাল আয়োজন সেই প্রবহমানতারই ধারাবাহিকতা। কাব্যের প্রাঞ্জলতা ছড়িয়ে পড়ুক সবার মাঝে। আসুন প্রতিজ্ঞা করি-‘সবাই মিলে গড়ব ক্লিন, গ্রিন, হেলদি ও সেইফ সিটি’। গতকাল নগরীর রাইফেল ক্লাবস্থ থিয়েটার ইনস্টিটিউটে বাচিক শিল্প চর্চা কেন্দ্র ‘তারুণ্যের উচ্ছ্বাস’-এর দিনব্যাপী কবিতা উৎসবে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানের শুরুতে আবৃত্তি পরিবেশন করেন তারুণ্যের উচ্ছ্বাসের শিল্পীরা। এরপর ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় প্রয়াত কবি হেলাল হাফিজের প্রতিকৃতিতে। এ উৎসব তাঁর স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়েছে।