জাতীয় শিশু অধিকার সপ্তাহ-২০২৫ উদ্যাপন উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে শিশু সুরক্ষায় সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি ৬ দফা ইশতেহার পেশ করেছে শিশুরা। গতকাল রাজধানীতে অবস্থিত বাংলাদেশ শিশু একাডেমিতে একশনএইড বাংলাদেশ আয়োজিত এই অনুষ্ঠানে এসব দাবি জানানো হয়। এ সময় উপস্থিত ছিল দুই শতাধিক শিশু ও ভার্চুয়ালি যুক্ত ছিল ৮০ জন শিশু সাংবাদিক। এবারের অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল- ‘শিশুদের ক্ষমতায়ন, বাল্যবিবাহের অবসান-ডিজিটাল দুনিয়ায় নিরাপদ শৈশবের আহ্বান’। এই বিশেষ অনুষ্ঠানে প্রান্তিক শিশুদের কণ্ঠস্বর তুলে ধরা হয় এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় সমন্বিত পদক্ষেপের আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে ‘শিশুদের ক্ষমতায়ন, বাল্যবিবাহের অবসান, ডিজিটাল দুনিয়ায় নিরাপদ শৈশব’ শীর্ষক একটি প্যানেল আলোচনার আয়োজন করা হয়। একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়সহ সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ এবং জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার শিশু অধিকার বিশেষজ্ঞরা অংশ নেন। বক্তারা শিশুদের সুষ্ঠু বিকাশ, সুরক্ষা ও মৌলিক অধিকার নিশ্চিতে রাষ্ট্র, সমাজ, প্রতিষ্ঠান ও ব্যক্তিসহ সবার দায়িত্ব নিয়ে আলোচনা করেন এবং শিশুদের বিকাশ ও সামগ্রিক উন্নয়নে আজকের শিশুদের জন্য একটি সুন্দর, নিরাপদ ও সুরক্ষিত ভবিষ্যৎ গড়ার গুরুত্ব দেন।
পুরো অনুষ্ঠানজুড়ে নানান সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপনা করে শিশুরা। শিশুদের অংশগ্রহণে একটি প্রতীকী শিশু সংসদ অধিবেশনেরও আয়োজন করা হয়।