বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বলেছেন, ‘ভারতের কারণে আমাদের দেশের গণতন্ত্র ও সুশাসন বারবার ব্যাহত হয়েছে। তাই দেশের মানুষের অধিকার রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই।’ গতকাল সিলেটের জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদরাসা পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল ও মুহতামিম শায়খ মুহিউল ইসলাম বুরহান।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া চেয়ে এম এ মালিক বলেন, ‘তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন। দেশে একটি সত্যিকারের নির্বাচন দরকার। আর এজন্য সবাইকে সহযোগিতা করতে হবে।’ তিনি আরও বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস যুক্ত করেছিলেন। আমরা সেই আদর্শে বিশ্বাস করি। দেশের কল্যাণে, মানুষের সেবায়, আল্লাহর ওপর ভরসা রেখেই এগিয়ে যেতে হবে।’