গাজীপুরের টঙ্গীতে ফেমাস কেমিক্যাল লিমিটেড নামক রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের তিনজনসহ মোট চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ঢাকা জোন-৩-এর উপসহকারী পরিচালক আবদুল মান্নান বাদী হয়ে গতকাল টঙ্গী পূর্ব থানায় মামলা করেছেন।
মামলায় গুদামের চার মালিক ইসমাইল হোসেন, সোলাইমান, তাজুল ইসলাম ও রাকিবের নাম উল্লেখ এবং অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, ২২ সেপ্টেম্বর বিকালে সাহারা মার্কেট এলাকায় ওই রাসায়নিক গুদামে আগুন লাগে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রধান উপদেষ্টার শোক : গাজীপুরের টঙ্গীতে রাসায়নিকের গুদামে ভয়াবহ আগুনে তিনজন ফায়ার ফাইটারসহ চারজনের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। গতকাল এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ‘আগুনে জীবন রক্ষার মহৎ দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের তিনজন সাহসী ফায়ার ফাইটারসহ চারজন প্রাণ হারিয়েছেন। এটি একটি হৃদয়বিদারক ঘটনা। তাদের এ মহৎ ত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।’