রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় সহায়তা ও পরামর্শ দিয়ে ফিরে গেছে ভারতীয় চিকিৎসক প্রতিনিধি দল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সহযোগিতার আশ্বাসের পরিপ্রেক্ষিতে চার সদস্যের এ দলটি বুধবার ঢাকা এসেছিল। ঢাকাস্থ ভারতীয় দূতাবাস জানিয়েছে, নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল ও সফদরজং হাসপাতালের বিশেষজ্ঞদের নিয়ে গঠিত চিকিৎসক দল ঢাকায় তাদের কাজ শেষ করে গতকাল ফিরে গেছে।
ঢাকায় অবস্থানকালে তারা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা ব্যবস্থাপনায় সহযোগিতা ও পরামর্শ দিয়েছে। ভারতীয় চিকিৎসক দল বার্ন ইনস্টিটিউটের চিকিৎসা পদ্ধতির ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করেছে এবং সংকটপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় মতামত বিনিময় করেছে। দূতাবাস আরও জানিয়েছে, আহতদের আরও উন্নত চিকিৎসার প্রয়োজন হলে যেকোনো সহায়তার জন্য ভারত তাৎক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে। শোকাবহ ঘটনার প্রেক্ষাপটে ভারতীয় মেডিকেল টিমের এ সফর দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান গভীর সম্পর্ক এবং পারস্পরিক সহানুভূতির চিরন্তন বন্ধনের প্রতিফলন।