রাজধানীর মেরুল বাড্ডায় ব্র্যাক ইউনিভার্সিটির এক শিক্ষার্থী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁর নাম আসাদুজ্জামান ধ্রুব (২৫)। তিনি কম্পিউটার সায়েন্সের শেষ সেমিস্টারের শিক্ষার্থী। গ্রামের বাড়ি বরিশালের কাউনিয়ায়। বাবা মোটর পার্টস ও লেদ ব্যবসায়ী মো. শামসুজ্জামান বাবুল। এক ভাই ও এক বোনের মধ্যে তিনি ছোট।
ধ্রুবের চাচা মো. সাদিকুর রহমান বলেন, ‘মেরুল বাড্ডায় আমার বাসার পাশেই ধ্রুব ভাড়া বাসায় থেকে লেখাপড়া করত। তাঁর বাবা ও মা গ্রামে থাকেন।’
সোমবার বিকালে গ্রাম থেকে তাঁর মা তাঁকে ফোন দিয়ে না পেয়ে আমাকে ফোন দেন। আমিও বারবার তাঁকে ফোন দিই। ফোন না ধরায় সন্ধ্যায় ওই বাসায় গিয়ে তাঁর তৃতীয় তলার রুমের দরজা বন্ধ দেখতে পাই। কোনো সাড়ানা পেয়ে বাড়িওয়ালার সহযোগিতায় বাড্ডা থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় ধ্রুবকে দেখতে পায়। দ্রুত তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
বাড্ডা থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, ঝুলন্ত অবস্থায় ধ্রুবর লাশ উদ্ধার করা হয়। তবে কী কারণে আত্মহত্যা করেছেন এখনো জানা যায়নি।